Home ত্রিপুরার খবর জমিতে কৃষিকাজ করতে গিয়ে দুর্ঘটনা; ট্রাক্টরের কাঁচি পায়ে ঢুকে আহত কৃষক।

জমিতে কৃষিকাজ করতে গিয়ে দুর্ঘটনা; ট্রাক্টরের কাঁচি পায়ে ঢুকে আহত কৃষক।

0
74
Oplus_0

প্রতিধ্বনি প্রতিনিধি,, বক্সনগর,, ৮ জুলাই,,

জমিতে ট্রাক্টর দিয়ে হাল চাষ করতে গিয়ে ট্রাক্টরের কাঁচি বিদ্ধ হয়ে গুরুতর আহত হলেন এক কৃষক। ঘটনা সোমবার দুপুরে বক্সনগরের পুটিয়ায়। আহত কৃষকের নাম নজরুল ইসলাম (৩৫)।

(এই ভিডিও দেখতে ইউটিউবে গিয়ে northeastpratidhoni.com সার্চ করুন)

নজরুল ইসলাম ট্রাক্টর চালিয়ে হাল চাষ করার সময় দুর্ঘটনাবশত ট্রাক্টরের কাঁচিতে তার পা লেগে যায়। তার পায়ে ট্রাক্টরের তিনটি কাঁচি বিদ্ধ হয়। জমির আশপাশে থাকা লোকেরা তাকে উদ্ধার করে প্রথমে বিশালগড় হাসপাতালে নিয়ে যায়। কিন্তু বিশালগড় হাসপাতালে তার কোন চিকিৎসা হয়নি। পরবর্তীকালে তাকে জিবি হাসপাতালের রেফার করা হয়। তার পা দিয়ে প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। খবর লেখা পর্যন্ত তাকে জিবি হাসপাতালে ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here