Monday, October 20, 2025
Google search engine
Homeত্রিপুরার খবরজেলার খবরগাঁজা পাচার করতে গিয়ে ধৃত তিন সুন্দরী যুবতী। উদ্ধার ২৫ কেজি শুকনো...

গাঁজা পাচার করতে গিয়ে ধৃত তিন সুন্দরী যুবতী। উদ্ধার ২৫ কেজি শুকনো গাঁজা।

প্রতিধ্বনি প্রতিনিধি,, তেলিয়ামুড়া,, ২ মে,,

ত্রিপুরায় মাদক পাচার কাণ্ডে এবার সরাসরি যুক্ত হয়ে গেল আগরতলা শহরের অল্প বয়সী সুন্দরী যুবতী মেয়েদের নাম। সড়কপথে খয়েরপুর থেকে ২৫ কেজি শুকনো গাঁজা নিয়ে পাচারের সময় তেলিয়ামুড়ায় পুলিশের হাতে ধরা পড়লো আগরতলার তিন সুন্দরী জনজাতি যুবতী। বৃহস্পতিবার সকাল আটটা নাগাদ তেলিয়ামুড়া হাওয়াইবাড়ি নাকা পয়েন্টে একটি অটোতে তিন যুবতীকে আটক করে তেলিয়ামুড়া থানার পুলিশ। পুলিশ ইন্সপেক্টর সুকান্ত সেন চৌধুরীর নেতৃত্বে মহিলা পুলিশ তাদের আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। তাদের কাছ থেকে উদ্ধার হয় ২৬ টি প্যাকেটে শুকনো গাঁজা। উদ্ধারকৃত গাজার ওজন ২৫ কেজি বলে পুলিশ সূত্রের দাবি। পুলিশের বিবরণ তারা খয়েরপুর থেকে এসব গাঁজা নিয়ে অটোতে করে তেলিয়ামুড়া গিয়েছিল। ধারণা করা হচ্ছে পরবর্তী ধাপে তারা এইসব গাঁজার প্যাকেট অন্য কারোর হাতে তুলে দেওয়ার কথা ছিল। এর আগেই পুলিশের হাতে তারা ধরা পড়ে যায়। ধৃত তিন যুবতীর নাম উর্মি চাকমা, বর্তমান ঠিকানা কৃষ্ণনগর বিজয় কুমার চৌমুনী, সঞ্জিতা চাকমা, বর্তমান ঠিকানা, আগরতলা গোর্খাবস্তি এবং সুজাতা চাকমা বর্তমান ঠিকানা আগরতলা কৃষ্ণনগর ম্যাগনেট ক্লাব এলাকায়। পুলিশ সূত্রে দাবি তারা তিনজনই মাদক কারবারের সঙ্গে যুক্ত। এনডিপিএস আইনে মামলা নিয়ে তাদের তিনজনকে গ্রেফতার করে তদন্ত শুরু হয়েছে। প্রসঙ্গত গাঁজাসহ অন্যান্য মাদক নিয়ে একটি পূর্বে কয়েকবার বিহারী মহিলা সহ সোনামুড়া এবং বাংলাদেশের মহিলারা ধরা পড়েছেন। তবে এভাবে আগরতলা শহরের যুবতী মেয়েদের মততে গাঁজা পাচারের ঘটনা এই প্রথম বলা যেতে পারে। পুলিশ সূত্রে যাবি এই পাছার কাণ্ডে আরো বড় বড় মাধব কারবারিরা জড়িত রয়েছেন। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে বড় মাপের মাদক কারবারীদের গ্রেপ্তারের চেষ্টা করা হবে বলে তেলিয়ামুড়া থানার পুলিশের দাবি।

Desk Northeast Pratidhoni
Desk Northeast Pratidhoni
NorthEastPratidhoni, office: Khaja Manzil, Laddu chowmoni, West noabadi, Agartala, Tripura , India.
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments