Monday, December 23, 2024
Google search engine
Homeত্রিপুরার খবরআগরতলা খবরকলকাতায় গ্রেফতার ত্রিপুরার স্বাধীন সাংবাদিক সৈকত তলা পাত্র; শুক্রবার সকালে আনা হলো...

কলকাতায় গ্রেফতার ত্রিপুরার স্বাধীন সাংবাদিক সৈকত তলা পাত্র; শুক্রবার সকালে আনা হলো ত্রিপুরায়,

সংবাদ প্রতিনিধি,, আগরতলা ,,৬ অক্টোবর,,

কলকাতায় ত্রিপুরা পুলিশের হাতে গ্রেফতার হলেন ‘ইন্ডিপেন্ডেন্ট ” নামক একটি সংবাদ মাধ্যমের স্বতন্ত্র সাংবাদিক সৈকত তলা পাত্র। সূত্রের খবর বৃহস্পতিবার কলকাতায় ত্রিপুরা পুলিশের ক্রাইম ব্রাঞ্চের একটি বিশেষ তদন্তকারী টিম সৈকত তলা পাত্রকে উত্তর ২৪ পরগনার ঘোলা থানা এলাকা থেকে গ্রেফতার করে। সেখানে তাকে ট্রানজিট রিমান্ড না নিয়েই শুক্রবার সকালে ১১ টার ফ্লাইটে আগরতলায় নিয়ে আসা হয় বলে সূত্রের খবর। বিমানবন্দর থেকে তাকে প্রথমে এনসিসি থানায় নেওয়া হয়েছে। পুলিশের সাথে টি এস আর এবং সিআরপিএফ এর মত কেন্দ্রীয় বাহিনীর জোয়ান রাখা হয়েছে তার নিরাপত্তার জন্য। এদিনই উচ্চ পর্যায়ের নিরাপত্তা বলয়ের মধ্যে দিয়ে তাকে আদালতে হাজির করা হতে পারে। তবে তার নিরাপত্তার বিষয় মাথায় রেখে ত্রিপুরা পুলিশের কোন আধিকারিক এই বিষয়ে মুখ খুলতে চাইছেন না। প্রসঙ্গত প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, বর্তমান মুখ্যমন্ত্রীর ডাক্তার মানিক সাহা থেকে শুরু করে ত্রিপুরার মন্ত্রিসভার একাধিক সদস্য বিধায়ক এবং রাজনৈতিক ব্যক্তিত্বদের নিয়ে বিভিন্ন ধরনের কুৎসা রটনাসহ ব্যক্তিগত আক্রমণাত্মক সংবাদ প্রকাশের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আগরতলা প্রেসক্লাবের প্রাক্তন সম্পাদক প্রণব সরকারও সৈকত তলা পাত্রের বিরুদ্ধে অস্ত্র আইন সহ একাধিক ধারায় মামলা করেছিলেন। সেইসব মামলায় গত কয়েক বছর যাবত ‘মোস্ট ওয়ান্টেড’ হিসেবে ত্রিপুরা পুলিশের খাতায় চিহ্নিত ছিল স্বাধীন সাংবাদিক সৈকত তলাপাত্র। সৈকত তলাপাত্র বহি রাজ্য থেকেই ত্রিপুরার বিভিন্ন দুর্নীতি এবং রাজনৈতিক ব্যক্তিদের অপকর্ম নিয়েও একাধিক সংবাদ পরিবেশন করেছেন। শাসকবিরোধী সাংবাদিকতার জন্য তিনি বিরোধী মহলসহ রাজ্যের একটা অংশের নাগরিকের পছন্দের তালিকায় উঠেছিলেন। কিন্তু সম্প্রতি রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর স্ত্রীকে জড়িয়ে তার কিছু পোস্ট শুভবুদ্ধি সম্পন্ন মহল মেনে নিতে পারেনি। এর মধ্যেই শুক্রবার তার গ্রেফতারের খবর ছড়িয়ে পড়ে।

Desk Northeast Pratidhoni
Desk Northeast Pratidhoni
NorthEastPratidhoni, office: Khaja Manzil, Laddu chowmoni, West noabadi, Agartala, Tripura , India.
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments