Friday, July 4, 2025
Google search engine
Homeজাতীয় খবরআসাম পুলিশের সাফল্য; ত্রিপুরায় ঢুকার আগে উদ্ধার ৬৬ কোটির ইয়াবা।

আসাম পুলিশের সাফল্য; ত্রিপুরায় ঢুকার আগে উদ্ধার ৬৬ কোটির ইয়াবা।

প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ১২ জুন,,
বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট সহ করিমগঞ্জে ধরা পড়লো ত্রিপুরার তিন মাদক কারবারি। আসামের করিমগঞ্জ জেলা পুলিশের একটি দল করিমগঞ্জ শিলচর জাতীয় সড়কের লামাজুয়ার এলাকায় অভিযান চালিয়ে এই মাদক উদ্ধার করেছে । পুলিশ সূত্রের খবর উদ্ধার হয়েছে ২ লক্ষ ২০ হাজার ইয়াবা ট্যাবলেট। আসাম পুলিশের আইজিপি পার্থ সারথি মহন্ত এবং করিমগঞ্জের পুলিশ সুপার পার্থ প্রতিম দাসের নেতৃত্বে পুলিশের একটি দল বুধবার বিকেলে এই সফল অভিযান করে। উদ্ধারকৃত নেশা সামগ্রীর বাজার মূল্য ৬৬ কোটি টাকা বলে পুলিশের তরফে জানানো হয়েছে। ঘটনার বিবরণে জানা যায় মিজোরাম থেকে একটি নাম্বার বিহীন বোলেরো ক্যাম্পাস গাড়ি ত্রিপুরার দিকে আসছিল।

শিলচর জাতীয় সড়কের লামাজুয়ার এলাকায় আসার পর পুলিশ গাড়িটিকে আটক করে। গাড়িতে তল্লাশি চালিয়ে পেছনের লাইটের ভেতরে লুকানো অবস্থায় ২ লক্ষ কুড়ি হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে। পুলিশে গাড়ি থেকে আটক করেছে ত্রিপুরার মেলাঘর এলাকার খাইরুল হোসেন, নবির হোসেন, মামন মিয়া নামে তিনজনকে। তারা তিনজনই মাদক কারবারি বলে পুলিশের বিবরণ। পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে করিমগঞ্জ সদর থানায় আটক করে জিজ্ঞাসাবাদ করছেন। এই ঘটনায় করিমগঞ্জ পুলিশ এনডিপিএস আইনে মামলা নিয়ে তদন্ত শুরু করেছে।

Desk Northeast Pratidhoni
Desk Northeast Pratidhoni
NorthEastPratidhoni, office: Khaja Manzil, Laddu chowmoni, West noabadi, Agartala, Tripura , India.
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments